ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

এখনও মেসিতে বিস্মিত ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এখনও মেসিতে বিস্মিত ইনিয়েস্তা এখনও মেসিতে বিস্মিত ইনিয়েস্তা-ছবি:সংগৃহীত

এল ক্লাসিকোতে লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বার্সেলোনা। আর আর্জেন্টাইন অধিনায়কের এমন কীর্তিতে সাধুবাদ জানাতে ভুলেননি বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। পাশাপাশি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার কারিশমায় এখনও বিস্মিত অভিজ্ঞ এ মিডফিল্ডার।

সান্থিয়াগো বার্নাব্যুতে এদিন বার্সাকে আতিথিয়েতা জানায় রিয়াল। ম্যাচে মেসির জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

আর জোড়া গোলের মাধ্যমে বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫০০ গোলের রেকর্ড গড়েন মেসি।

পরে ম্যাচ শেষে মেসির প্রশংসা করে ইনিয়েস্তা বলেন, ‘লিওর মহত্ত্ব হচ্ছে, ওকে যতবার দেখি বিস্মিত হই। এমনকি অনেক বছর পরও। তার মতো এমন ভাগ্যবান আমাদের সঙ্গে থাকায় ক্লাব সম্মানীত। ’

এ ম্যাচে মেসি ছাড়াও একটি গোল করেন ইভান রাকিটিচ। এছাড়া রিয়ালের হয়ে একটি করে গোল করেন কাসিমিরো ও জেমস রদ্রিগেজ।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছায় বার্সা। কাতালানদের পয়েন্ট ৭৫। তবে এক ম্যাচ কম খেলা রিয়ালেরও পয়েন্ট সমান ৭৫। গোল ব্যবধানে এগিয়ে ইনিয়েস্তা-মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সা।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।