ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ইউনাইটেডকে হারালো ওয়ারী ক্লাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
ইউনাইটেডকে হারালো ওয়ারী ক্লাব ইউনাইটেডকে হারালো ওয়ারী ক্লাব

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে একদিন বিরতির পর আবারো মাঠে গড়ায় সাইফ পাওয়ারটেক সিনিয়র ডিভিশন ফুটবল লিগ-২০১৭।

সোমবার (২৪ এপ্রিল) ওয়ারী ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা ইউনাইটেড এসসি। ম্যাচে ১-০ গোলে জিতেছে ওয়ারী ক্লাব।

ম্যাচের শুরু খেকেই ওয়ারী নিজেদের দখলে বল রাখে। একের পর এক আক্রমণে অনেকটা দিশেহারা ছিল ঢাকা ইউনাইটেড। প্রথমার্ধ শেষে খেলার ফল দাঁড়ায় ০-০। গোলশূন্য অবস্থায় দুই দলই বিরতিতে যায়।

দ্বিতীয়াধের শুরুতে আবারো আক্রমণ চালিয়ে যায় ওয়ারীর ফুটবলাররা। শুরুতেই কর্নার পায় ওয়ারী। দলের ৫ নম্বর জার্সিধারী সেলিম রেজার কর্নার থেকে ৯ নম্বর জার্সিধারী আব্দুল্লাহ অসাধারণ শট নেন। তার জোরালো শট ইউনাইটেডের জালে জড়ালে ১-০তে লিড নেয় ওয়ারী। এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ারী।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।