এদিকে, নেইমারকে বিক্রি করে জুভেন্টাসের স্ট্রাইকার পাওলো দিবালাকে বার্সায় টানার খবরও চলছে।
২৫ বছর বয়সী তরুণ নেইমারকে নিয়ে বেশি মাতামাতি ইংলিশ প্রিমিয়ার লিগে।
তবে ফার্নান্দেজ জানান ক্যাম্প ন্যু ছাড়ার কোনো সম্ভাবনাই নেই নেইমারের। যেখানে ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার। ফার্নান্দেজ জানান, ‘নেইমার কোনোভাবেই বিক্রির জন্য নয়। ’
বার্সা অবশ্য ক’দিন আগে জানিয়েছিল দিবালার জন্য তারা বিবেচনা করছে। এই আর্জেন্টাইন তরুণ তারকার দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সার বিদায় হয়েছিল। তবে ফার্নান্দেজ জানান, দলে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার থাকায় অন্য কোনো স্ট্রাইকার দলে নেওয়ার চিন্তা করেছে না তারা।
তিনি আরও বলেন, ‘সে (দিবালা) দুর্দন্ত একজন ফুটবলার। তবে আমাদের ইতোমধ্যে আক্রমণভাগে বিশ্বের সেরা তিন ফুটবলার রয়েছে। ’
চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগের খেলায় এমএসএন ত্রয়ী ৬৪টি গোল দিয়েছেন। যেখানে নেইমার করেছেন নয়টি গোল। আর ১০টি গোলে সহায়তা করেছেন। ১২টি অ্যাস্টিস করে শীর্ষে আছেন সুয়ারেজ।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৭
এমএমএস