ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালকে মেসির হুমকি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
রিয়ালকে মেসির হুমকি! লিগ শিরোপার লড়াইয়ে রিয়ালকে মেসির হুমকি!/ছবি: সংগৃহীত

লিওনেল মেসি নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের মাঠে এল ক্লাসিকো জয়ে লা লিগার আশা বাঁচিয়ে রাখে বার্সেলোনা। আর্জেন্টাইন আইকন চিরপ্রতিদ্বন্দ্বিদের সতর্কই করে দিয়েছেন, শিরোপার জন্যই লড়ছে বার্সা।

সান্তিয়াগো বার্নাব্যুতে মেসির শেষ মিনিটের গোলে ৩-২ ব্যবধানের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। জোড়া গোল করে পুরো আলোটা নিজের করে নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

বার্সার জার্সিতে স্পর্শ করেন ৫০০ গোলের মাইলফলক।

পয়েন্ট টেবিলে ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে রিয়ালকে টপকে শীর্ষে উঠে এসেছে বার্সা। যদিও এক ম্যাচ কম খেলেছে গ্যালাকটিকোরা। দু’দলেরই পয়েন্ট সমান ৭৫। গোল ব্যবধানে এগিয়ে লুইস এনরিকের দল।

বার্সার লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনায় আশাবাদী মেসি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি, ‘লা লিগার টাইটেলের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে আমরা বার্নাব্যুতে জয়ের জন্য মরিয়া ছিলাম। এখনো অনেক পথ যেতে হবে। কিন্তু, আমরা জয় নিয়ে ফিরে একটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।