ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

এল ক্লাসিকো হেরে রোনালদোর পার্টি বর্জন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এল ক্লাসিকো হেরে রোনালদোর পার্টি বর্জন এল ক্লাসিকো হারের হতাশায় রোনালদো/ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর সব প্ল্যান প্রোগ্রাম মাটি করে দিয়েছেন লিওনেল মেসি! ভেবেছিলেন সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো জিতে সেই আনন্দ উদযাপনের পূর্ণতা দেবেন নিজ বাড়িতে পার্টি আয়োজন করে। কিন্তু, মেসি ম্যাজিকে পর্তুগিজ তারকার সঙ্গী হলো কেবলই হতাশা।

তাইতো বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে পার্টি আয়োজন না করার নির্দেশ দিয়েছেন। শিক্ষাই হয়েছে সিআর সেভেনের।

ভবিষ্যতে কোনো বড় ম্যাচ ঘিরে এমন কিছু করতে নিষেধ করেছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

রিয়ালের মাঠে বার্সেলোনার জার্সিতে ৫০০তম গোল উদযাপন করেন মেসি। অন্তিম মুহূর্তের গোলে রোনালদোদের ৩-২ ব্যবধানে হারের লজ্জায় ডোবান আর্জেন্টাইন আইকন। চিরপ্রতিদ্বন্দ্বিদের কাছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারায় গ্যালাকটিকোরা (৩২ ম্যাচে ৭৫)। যদিও একটি ম্যাচ কম খেলেছে জিনেদিন জিদানের শিষ্যরা। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে লুইস এনরিকের বার্সা।

বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীতপর্তুগিজ সংবাদমাধ্যমের বরাত দিয়ে ‘গোল ডট কম’ বলছে, মাদ্রিদে রোনালদোর বাড়িতে ম্যাচ শেষে প্রত্যাশিত জয় উদযাপন অব্যাহত রাখতে একটি ইভেন্টের আয়োজন করেন জর্জিনা রদ্রিগেজ। কাতালানদের কাছে হেরে যাওয়ার কারণে তা বাতিল করা হয়। এমনকি অদূর ভবিষ্যতে বড় ম্যাচ ঘিরে কোনো ধরনের পার্টি আয়োজনেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বেশ কয়েক মাস ধরে রদ্রিগেজের সঙ্গে ঘনিষ্ঠতা রোনালদোর। গত ‘বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে জানুয়ারিতে দু’জনকে একসঙ্গে দেখা যায়। ২২ বছর বয়সী রদ্রিগেজ একজন স্প্যানিশ মডেল।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।