ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির জোড়া গোল, বড় জয় নিয়ে শীর্ষেই বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
মেসির জোড়া গোল, বড় জয় নিয়ে শীর্ষেই বার্সা ছবি:সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর পর আবারও জোড়া গোল করলেন লিওনেল মেসি। এবার অবশ্য লা লিগার একেবারে তলানির দল ওসাসুনার বিপক্ষে নিজের পারফরম্যান্স দেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। এদিন ম্যাচে বার্সা জয় পায় ৭-১ গোলের বিশাল ব্যবধানে। আর এ জয়ের ফলে শীর্ষস্থান ধরে রাখলো লুইস এনরিক শিষ্যরা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে এদিন মেসি ছাড়াও জোড়া গোল করেন আন্দ্রে গোমেজ ও পাকো আলকাসের। এছাড়া কাতালান ক্লাবটির হয়ে ১৯৪ ম্যাচে ক্যারিয়ারের প্রথম গোল করেন অভিজ্ঞ মিডফিল্ডার জাভিয়ার মাশ্চেরানো।

দুর্বল প্রতিপক্ষ তাই এ ম্যাচে কোচ এনরিক বিশ্রাম দিয়েছে দলের আরেক স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও নিয়মিত অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে। এছাড়া ম্যাজের দ্বিতীয়ার্ধে তুলে নেন মেসিকেও।

এদিন গোলের শুরুটা করেন মেসিই। ১২ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে শট নিয়ে গোলে পরিণত করেন তিনি। আর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। দু’মিনিট পরেই অবশ্য তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ম্যাচের ৩০ ও ৫৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন পর্তুগিজ মিডফিল্ডার গোমেজ। আর ৬৪ ও ৮৬ মিনিটে জোড়া গোল করেন সুয়ারেজ ও নেইমারের অনুপস্থিতিতে স্ট্রাইকার হিসেবে নামা স্প্যানিশ আলকাসের। তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে রিয়ালের পর এ ম্যাচেও নেই নেইমার।

৬৭ মিনিটে পেনাল্টি থেকে বার্সা ক্যারিয়ারে নিজের প্রথম গোল করেন মাশ্চেরানো। ২০১০ সালে লিভারপুল থেকে বার্সা যোগ দেওয়ার পর এটিই তার প্রথম গোল। তার গোলটি আবার এনরিকের আমলে ৫০০তম গোল ছিল। এদিন চলতি মৌসুমের ১৫০ গোলও উদযাপন করে বার্সা।

ওসাসুনার হয়ে ম্যাচের ৪৮ মিনিটে একটি সান্ত্বনার গোল করেন রবার্টো তোরেস। দুর্দান্ত ফ্রি-কিকে অবশ্য তিনি গোলরক্ষক মার্ক টার-স্টেগেনকে বোকা বানান।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৭-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে এনরিক শিষ্যরা। আর এ জয়ের ফলে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান ধরে রাখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।