ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

আত্মঘাতি গোলেই আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আত্মঘাতি গোলেই আর্সেনালের জয় ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেল আর্সেনাল। তবে মজার কথা এ জয়টি এসেছে আত্মঘাতি গোলের মাধ্যমে। তাও আবার ম্যাচের অন্তিম মুহূর্তে।

এদিন ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের আতিথিয়েতা জানায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে পুরো ম্যাচে বেশ ভুগতে হয় গানারদের।

কিন্তু শেষ দিকে (৮৬ মিনিট) রবার্টো হাথের আত্মঘাতি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এ জয়ের ফলে লিগে শীর্ষ চারের আশা এখনও বাঁচিয়ে রাখলো আর্সেনাল। যদিও ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে বর্তমানে দলটির অবস্থান ছয়ে। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসি শিরোপা জয়ের পথে।

বাংলদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।