ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রবার্তো কার্লোসকে ছাড়িয়ে গেছেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
রবার্তো কার্লোসকে ছাড়িয়ে গেছেন মার্সেলো রিয়ালের জার্সিতে স্বদেশী কিংবদন্তি রবার্তো কার্লোসকে ছাড়িয়ে গেছেন মার্সেলো/ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিতে স্বদেশী কিংবদন্তি রবার্তো কার্লোসকে ছাড়িয়ে গেছেন মার্সেলো। গ্যালাকটিকোদের বিদেশি খেলোয়াড় হিসেবে লা লিগায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

মাইলফলক গড়ার ম্যাচটি স্মরণীয় করে রাখেন মার্সেলো। সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে (২-১) জয়সূচক গোল উপহার দেন।

স্প্যানিশ লিগে এটি তার ২১২তম জয়। টপকে যান কার্লোসের রেকর্ড।

লস ব্লাঙ্কসদের হয়ে ১১তম মৌসুমে এসে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ২৮ বছর বয়সী মার্সেলো। ফ্লুমিনেন্স ছেড়ে ২০০৬ সালের জানুয়ারিতে মাদ্রিদে পাড়ি জমান তিনি। রিয়াল ক্যারিয়ারে (১৯৯৬-২০১১) একই সংখ্যক মৌসুম খেলেছিলেন ২০০২ বিশ্বকাপ জয়ী কার্লোস। দু’জনের খেলার পজিশনও এক (লেফটব্যাক)।

এ  তালিকায় তৃতীয় স্থানে ক্রিস্টিয়ানো রোনালদো। এখন পর্যন্ত ১৯৮টি লিগ ম্যাচ জিতেছেন পর্তুগিজ আইকন। এর পরেই রয়েছেন প্রয়াত রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো (১৯১)। পাঁচ নম্বরে রোনালদোর স্বদেশী ডিফেন্ডার পেপে (১৮০)।

লা লিগায় মার্সেলোর সবচেয়ে উজ্জ্বল মৌসুম ছিল ২০০৯-১০ ও ২০১৪-১৫। দু’বারই ২৮ ম্যাচে জয় পান। চলতি মৌসুমে ২০টি ম্যাচে রিয়ালের জয়ের অংশীদার তিনি। ২০১৬-১৭ মৌসুমে আর চারটি লিগ ম্যাচ খেলার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।