ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ওল্ড ট্রাফোর্ডে ড্রয়ের হতাশায় ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ওল্ড ট্রাফোর্ডে ড্রয়ের হতাশায় ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে ড্রয়ের হতাশায় ম্যানচেস্টার ইউনাইটেড/ছবি: সংগৃহীত

পয়েন্ট টেবিলে শীর্ষ চারের আশায় বড় আঘাত পেল ম্যানচেস্টার ইউনাইটেড! ঘরের মাঠে এগিয়ে থেকেও সোয়ানসি সিটির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।

ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ওয়েইন রুনি। নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে রেড ডেভিলসদের জয়ের স্বপ্নে জল ঢেলে দেয় ভিজিটররা।

ম্যানইউর জালে বল পাঠান সোয়ানসি মিডফিল্ডার গিলফি সিগার্ডসন। শেষ পর্যন্ত সমতায় ম্যাচের নিষ্পত্তি ঘটে।

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ালো ম্যানইউ। গত সপ্তাহে ইতিয়াদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে ফেরে তারা। মৌসুম শেষ হতে রুনিদের সামনে আর চারটি ম্যাচ বাকি। চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে শীর্ষ চারে থাকার সমীকরণটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে!

পঞ্চম স্থানে থাকা ম্যানইউর সংগ্রহ ৩৪ ম্যাচে ১৭ জয়, ১৪ ড্র ও ৩ হারে ৬৫। এখন পর্যন্ত এক ম্যাচ হাতে রেখে সমান পয়েন্টে চার নম্বরে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি। শীর্ষস্থানধারী চেলসি ৭৮ পয়েন্ট (৩৩ ম্যাচ) নিয়ে শিরোপায় চোখ রাখছে। সমান ম্যাচে চার পয়েন্ট পিছিয়ে টটেনহাম। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্টে তিনে লিভারপুল। ম্যানইউকে রুখে দেওয়া সোয়ানসি অবনমন অঞ্চলে (পয়েন্ট ৩২, অবস্থান ১৮)।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।