ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

দ্বিতীয়ার্ধের গোলে জিতলো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
দ্বিতীয়ার্ধের গোলে জিতলো চেলসি দ্বিতীয়ার্ধের গোলে জিতলো চেলসি

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ৩৫তম ম্যাচে খেলতে নেমে প্রথমার্ধের পুরো সময় একটি গোলেরও দেখা পায়নি, টেবিলের শীর্ষস্থানধারী চেলসি। তবে দ্বিতীয়ার্ধের খেলায় দুর্দান্তভাবে ঘুড়ে দাড়িয়ে টেবিলের সাত নম্বরে থাকা এভারটনকে হারিয়ে দিলো ৩-০ তে।

দলের হয়ে গোল পেয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ, ইংলিশ ডিফেন্ডার গ্যারি ক্যাহিল ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান।

এরআগে রোববার (৩০ এপ্রিল) গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে খেলতে নেমে শুরুটা ভালো করলেও পুরো প্রথমার্ধ জাল খুঁজে পায়নি ব্লুজরা।

একই চিত্র দেখা গেছে প্রতিপক্ষ এভারটন শিবিরেও। ফলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল।

বিরতির পর অবশ্য বন্ধ্যাত্ব ঘোচায় চেলসি। ৬৬ মিনিটে পেদ্রোর দুর পাল্লার শট এভারটন জালে চুমু খেলে ১-০ তে লিড পায় কোচ আন্তোনিয়ো কন্তের শিষ্যরা। এর ঠিক তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন দলের ইংলিশ ডিফেন্ডার গ্যারি কাহিল।

আর ম্যাচের নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে এভারটনের হারের কফিনের শেষ পেরেকটি পুঁতে দেন, ব্লুজদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এইচএল/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।