ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

পারলো না আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
পারলো না আর্সেনাল পারলো না আর্সেনাল

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে টটেনহ্যামের অবস্থান পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে। আর আর্সেনালের অবস্থান ছ'য়ে। তাই, বিষয়টি অনুমেয়ই ছিলো যে এ ম্যাচটিতেও টটেনহ্যামই জিতবে।

কিন্তু, খেলাটি যেহেতু ফুটবল তাই ম্যাচে যে কোনো দলের ঘুড়ে দাঁড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেই ভাবনা থেকেই ভাবা হচ্ছিল এ ম্যাচে হয়তো আর্সেনালই জিতবে।

কিন্তু হলো না। মৌসুমে নিজেদের ৩৫তম ম্যাচে টটেনহ্যামের কাছে হেরেছে ২-০ গোলে। এরআগে রোববার (৩০ এপ্রিল) লন্ডনে প্রথমার্ধের খেলায় গোলের দেখা পায়নি কেউই।

তবে, দ্বিতীয়ার্ধে ঘুড়ে দাঁড়ায় টটেনহ্যাম। ৫৬ মিনিটে মিডফিল্ডার বামিডেল আলী’র গোল হটস্পারদের ১-০ তে এগিয়ে দেয়।

এর ঠিক দুই মিনিট পরে ফরোয়ার্ড হ্যারি কেন আর্সেনাল জালে বল জড়ালে নির্ধারিত সময় শেষে ২-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, মে ০১, ২০১৭
এইচএল/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।