ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

মেসি ইতিহাসের সেরা, রোনালদো জন্মগত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মে ২, ২০১৭
মেসি ইতিহাসের সেরা, রোনালদো জন্মগত ছবি: সংগৃহীত

নাম দুটি যখন মেসি-রোনালদো, যোগ্য প্রার্থী বিবেচনায় আপনি আপনার প্রিয় ফুটবলারকে চোখ বন্ধ করে ভোট দিয়ে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার বানাতে পারেন। বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার জাভির মতে, ‘মেসি-রোনালদোই বিশ্বসেরা ফুটবলার।’

তবে, দু’জনকেই বিশ্বসেরা বললেও জাভি ছোটো একটা পার্থক্য দিয়ে রেখেছেন আর্জেন্টাইন আর পর্তুগিজ ফুটবলের দুই খুদে জাদুকরের মাঝে। জাভির মতে, ‘মেসি ইতিহাসের সেরা ফুটবলার আর রোনালদো জন্মগত সেরা ফুটবলার।

বিশ্ব ফুটবল মেসি-রোনালদোকে যতই চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করুক না কেন স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী তারকা জাভির কাছে খুব একটা আলাদা নন তারা, ‘রোনালদো জন্মগত ফুটবলার। ফুটবল পায়ে সে দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু, একটাই সমস্যা। রোনালদোর সময়ে এখানে মেসি উপস্থিত। আমার মতে, মেসি ফুটবলের ইতিহাসে সেরা ফুটবলার। ’

মেসি-রোনালদো দু’জনের সম্পর্কটা এখন যেকোনো সময়ের চেয়ে ভালো, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। দু’জনেরই এমন দাবি। সেই 'বন্ধুত্বে'র ফাটল দেখছেন না জাভি। এমনকি নিকট ভবিষ্যতে মেসি-রোনালদোর বয়স বাড়ার বিপরীতে রঙ হারাবে লা লিগা, এমন শঙ্কাও বোধ করছেন না তিনি। ইউরোপে স্প্যানিশ ফুটবলের অাধিপত্য কখনোই বিলীন হবে না বলে মনে করছেন ২০১৫ সালে নিজের শৈশবের ক্লাব বার্সা ছেড়ে আল সাদে যোগ দেওয়া ৩৭ বছর বয়সী এ মিডফিল্ডার।

মেসি-রোনালদো এক সময় বয়স্ক খেলোয়াড়ে পরিণত হলেও তাদের জায়গা পূরণে এগিয়ে আসবে আরও তারকা এমনটি মনে করেন জাভি। তিনি যোগ করেন, ‘মেসির সামনে রোনালদোর ঔ একটা সমস্যা না থাকলে সব ঠিক ছিল। রোনালদো এমনই এক ফুটবলার যে দিনের পর দিন স্কোর করে যাচ্ছে তার যুগে। আর এটা চলতেই থাকবে। ’

জাভি বার্সার একাডেমির পর ১৯৯৮ সালে সিনিয়র দলে যোগ দেন। পরবর্তীতে দলটির হয়ে রেকর্ড ৭৬৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখান থেকে ৮৫টি গোলও আদায় করেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ০২ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।