আবাহনী লিমিটেড ক্লাবের সাম্প্রতিক পারফরম্যান্স অন্তত জয়ের আভাস দিচ্ছে না! প্রতিশোধের আগুন জ্বলে উঠলে হয়তো ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে অল ব্লুরা। তবে, আবাহনীর কোচ দ্রাগো মামিচের কণ্ঠে জয়ের সুর, ‘আমরা আমাদের সেরা খেলাটি দেশের সমর্থকদের জন্য উপহার দেয়ার চেষ্টা করবো।
চেষ্টার মিশনটি ঘরের মাঠে হার দিয়ে শুরু করেছে দ্রাগো মামিচের শিষ্যরা। গত মার্চে এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মার্জিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছে। এরপর ৪ এপ্রিল ভারতের মোহনবাগানের বিপক্ষে ৩-১ গোলে পরাজয়, ১৮ এপ্রিল নিজেদের তৃতীয় ম্যাচে এএফসি কাপের গতবারের ফাইনালিস্ট বেঙ্গালুরুর বিপক্ষে ২-০ তে হার। গ্রুপ ‘ই’র পয়েন্ট টেবিলে সবার নিচে পয়েন্টহীন আবাহনীর অবস্থান।
এদিকে, প্রথম তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বেঙ্গালুরুর অধিনায় গুসিম্রাট সিং গিল, ‘আমরা জয়ের জন্য আসছি এবং জয়ী হয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে ভালো স্থানে থাকবো। ’
তবে প্রতিদ্বন্দ্বিতা দেখছেন বেঙ্গালুরুর কোচ আলবার্তো রোকা পুজো। তিনি বলেন, ম্যাচটি আবাহনী লিঃ এর হোম ভেন্যু, ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।
ঘরের মাটিতে সব মিলিয়ে হার এড়িয়ে জয় নিয়ে ফেরা হবে কিনা সেটা ম্যাচেই বুঝতে পারা যাবে। বুধবার (৩ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ভারতের জেএসডব্লিউ বেঙ্গালুরু ক্লাবের মুখোমুখি হবে আবাহনী।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ০৩ মে, ২০১৭
জেএইচ/এমআরএম