ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর হ্যাটট্রিকে ফাইনালে এক পা রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, মে ৩, ২০১৭
রোনালদোর হ্যাটট্রিকে ফাইনালে এক পা রিয়ালের রোনালদোর হ্যাটট্রিকে অ্যাতলেতিকো মাদ্রিদকে উড়িয়ে ফাইনালের পথে রিয়াল মাদ্রিদ/ছবি: সংগৃহীত

বিগ ম্যাচে নিজেকে আবারো প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো! পর্তুগিজ তারকার হ্যাটট্রিকে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে কার্ডিফের ফাইনালে এক পা দিয়ে রাখলো জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে এটি গ্যালাকটিকোদের ৩০০তম জয়।

এ মৌসুমে মাদ্রিদ ডার্বিতে দ্বিতীয় হ্যাটট্রিক উদযাপন করেন চারবারের ব্যালন ডি’অর জয়ী। রিয়ালের জার্সিতে সব মিলিয়ে ৪২তম।

ইউরোপ শ্রেষ্ঠত্বের এবারে আসরে রোনালদোর পারফরম্যান্স ঈর্ষা করার মতোই! কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দলের ছয় গোলের মধ্যে পাঁচটিই করেন সিআর সেভেন।

...সেমিতেও দুর্দান্ত রোনালদো। স্পর্শ করেন চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসির সবচেয়ে বেশি হ্যাটট্রিক রেকর্ড (৭টি)। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরুর ১০ মিনিটের মাথায় জোরালো হেডে অ্যাতলেতিকোর জালে বল পাঠান। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কসরা।

ম্যাচে ফিরতে মরিয়া গ্রিজম্যান-তোরেসদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। ম্যাচের ৭৩ মিনিটে ডান পায়ের দর্শনীয় শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। নির্ধারিত সময়ের চার মিনিট আগে গোলপোস্টের সামনে লুকাস ভাজকুয়েজের কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে হ্যাটট্রিক উল্লাসে মাতেন। বিপরীতে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

...অ্যাওয়ে গোল না পাওয়ায় অ্যাতলেতিকোর সামনে ঘুরে দাঁড়ানোর পাহাড়সম চ্যালেঞ্জ। আগামী বুধবার (১০ মে) ভিসেন্তে কালদেরনে শেষ চারের ফিরতি পর্বের ম্যাচ। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ৩ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।