মুখোমুখি দুই ফেভারিট দল। শিরোপার হাতছানি দিচ্ছে বিকেএসপি ও ঢাকাকে।
ঢাকা জেলার কোচ আবুল হোসেন প্রতিপক্ষকেই ফেভারিট বলেন,‘ বিকেএসপির খেলোয়াড়রা সব সময় প্রশিক্ষণ ও একটি নিয়মের মধ্যে থাকে। আমরা কদাচিৎ অনুশীলনের সময় পাই। ফাইনালে যেহেতু উঠেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়ব। ’
বয়স ভিত্তিক খেলাগুলোতে বয়স চুরির অভিযোগ নিত্য। চূড়ান্ত পর্ব শুরুর আগে ঢাকা জেলার নয় জন ও বিকেএসপির চার জন খেলোয়াড় বাদ পড়েছেন। বিকেএসপির মতো প্রতিষ্ঠানের ওপরও বয়স চুরির অভিযোগ। এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি বিকেএসপির কোচ পরিতোষ দেওয়ান। বিকেএসপির অধিনায়ক স্বপন কুমার বলেন,‘ এ রকম টুর্নামেন্টের অধিনায়ক হওয়া ভাগ্যের ব্যাপার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটাও সৌভাগ্যের। ট্রফি নিয়েই বিকেএসপি ফিরতে চাই। ’
সেমিফাইনালে সিলেটের বিপক্ষে টাইব্রেকারে জিতেছিল বিকেএসপি। সাবেক ফুটবলার ও বর্তমানে বিকেএসপির কোচ পরিতোষ দেওয়ানের লক্ষ্য নির্ধারিত সময়েই খেলা শেষ করা, ‘ ঢাকা জেলার কয়েকটি খেলা দেখেছি। আমাদের খেলোয়াড়রা স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ৯০ মিনিটেই জেতার আশা করি। ’
ঢাকা জেলার অধিনায়ক সেন্ট্রাল ব্যাক রাকিবুল ইসলামও চ্যাম্পিয়নের আশা ব্যক্ত করেছেন, ‘প্রাথমিক ও চূড়ান্ত পর্বে আমরা ধারাবাহিক পারফরম্যান্স করেছি। এই ধারাবাহিকতা শেষ ম্যাচেও বজায় রাখতে চাই। ’
মানসম্মত ফুটবলার সংকট কাটানোর জন্য অ-১৮ ফুটবল বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস বাফুফে কর্তাদের। বাফুফে সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি বলেন, ‘এই টুর্নামেন্ট থেকে ৪০-৫০ জন ফুটবলার বাছাই করেছে ট্যাকনিক্যাল কমিটি। বিকেএসপির সাথে আমরা শিগগিরই চুক্তি করতে যাচ্ছি। তখন এই ফুটবলারদের দীর্ঘ প্রশিক্ষণ দেয়া হবে। ’
বয়সের কারণে যারা বাদ পড়েছেন তাদেরও বিবেচনায় থাকছে বাফুফের। ব্রাদার্স ইউনিয়ন অ-১৮ ফুটবলারদের মধ্যে তিন জনকে প্রিমিয়ার লিগের নিবন্ধন করিয়েছে।
চ্যাম্পিয়ন দল এক লাখ, রানার্সআপ পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার পাবে। ফাইনালে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেণ শিকদার।
আগামীকাল বৃহস্পতিবার ফাইনালটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল চারটায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়ঃ ১৯৫০ ঘণ্টা, ০৩ মে, ২০১৭
জেএইচ/এমএমএস