ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ

সেরার লড়াইয়ে বিকেএসপি না ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
সেরার লড়াইয়ে বিকেএসপি না ঢাকা সেরার লড়াইয়ে বিকেএসপি না ঢাকা-ছবি:সংগৃহীত

দীর্ঘ দশ বছর পর মাঠে গড়িয়েছে যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ। সর্বশেষ আসর হয়েছিল ২০০৭ সালে। এক দশক পর শুরু হওয়া জনপ্রিয় এই আসরের গায়ে প্রথমেই কাদা লেগেছে বয়স চুরির অভিযোগে। বাদ পড়েছে বিভিন্ন দলের ৫২ জন। তারপরেও মাঠে খেলা গড়িয়ে এখন ফাইনাল।

মুখোমুখি দুই ফেভারিট দল। শিরোপার হাতছানি দিচ্ছে বিকেএসপি ও ঢাকাকে।

কে হবে এক দশক পরে চ্যাম্পিয়ন?

ঢাকা জেলার কোচ আবুল হোসেন প্রতিপক্ষকেই ফেভারিট বলেন,‘ বিকেএসপির খেলোয়াড়রা সব সময় প্রশিক্ষণ ও একটি নিয়মের মধ্যে থাকে। আমরা কদাচিৎ অনুশীলনের সময় পাই। ফাইনালে যেহেতু উঠেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়ব। ’

বয়স ভিত্তিক খেলাগুলোতে বয়স চুরির অভিযোগ নিত্য। চূড়ান্ত পর্ব শুরুর আগে ঢাকা জেলার নয় জন ও বিকেএসপির চার জন খেলোয়াড় বাদ পড়েছেন। বিকেএসপির মতো প্রতিষ্ঠানের ওপরও বয়স চুরির অভিযোগ। এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি বিকেএসপির কোচ পরিতোষ দেওয়ান। বিকেএসপির অধিনায়ক স্বপন কুমার বলেন,‘ এ রকম টুর্নামেন্টের অধিনায়ক হওয়া ভাগ্যের ব্যাপার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটাও সৌভাগ্যের। ট্রফি নিয়েই বিকেএসপি ফিরতে চাই। ’

সেমিফাইনালে সিলেটের বিপক্ষে টাইব্রেকারে জিতেছিল বিকেএসপি। সাবেক ফুটবলার ও বর্তমানে বিকেএসপির কোচ পরিতোষ দেওয়ানের লক্ষ্য নির্ধারিত সময়েই খেলা শেষ করা, ‘ ঢাকা জেলার কয়েকটি খেলা দেখেছি। আমাদের খেলোয়াড়রা স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ৯০ মিনিটেই জেতার আশা করি। ’ 

ঢাকা জেলার অধিনায়ক সেন্ট্রাল ব্যাক রাকিবুল ইসলামও চ্যাম্পিয়নের আশা ব্যক্ত করেছেন, ‘প্রাথমিক ও চূড়ান্ত পর্বে আমরা ধারাবাহিক পারফরম্যান্স করেছি। এই ধারাবাহিকতা শেষ ম্যাচেও বজায় রাখতে চাই। ’

মানসম্মত ফুটবলার সংকট কাটানোর জন্য অ-১৮ ফুটবল বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস বাফুফে কর্তাদের। বাফুফে সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি বলেন, ‘এই টুর্নামেন্ট থেকে ৪০-৫০ জন ফুটবলার বাছাই করেছে ট্যাকনিক্যাল কমিটি। বিকেএসপির সাথে আমরা শিগগিরই চুক্তি করতে যাচ্ছি। তখন এই ফুটবলারদের দীর্ঘ প্রশিক্ষণ দেয়া হবে। ’ 

বয়সের কারণে যারা বাদ পড়েছেন তাদেরও বিবেচনায় থাকছে বাফুফের। ব্রাদার্স ইউনিয়ন অ-১৮ ফুটবলারদের মধ্যে তিন জনকে প্রিমিয়ার লিগের নিবন্ধন করিয়েছে।

চ্যাম্পিয়ন দল এক লাখ, রানার্সআপ পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার পাবে। ফাইনালে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেণ শিকদার।

আগামীকাল বৃহস্পতিবার ফাইনালটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল চারটায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়ঃ ১৯৫০ ঘণ্টা, ০৩ মে, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।