ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

লিচেস্টারকে হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
লিচেস্টারকে হারালো ম্যানসিটি ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের চ্যাম্পিয়ন দল পেয়ে গেছে বিশ্ব ফুটবল। চেলসি নতুন চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন ম্যানচেস্টার সিটি তিন নম্বর স্থানটি পাকা করলো। শনিবার (১৩ মে) আগের চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে সিটিজেনরা।

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন লিচেস্টারকে আতিথ্য জানায় ম্যানসিটি। সাড়ে ৫৪ হাজার দর্শকের উপস্থিতিতে ২-১ গোলের জয় তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যাচের ২৯ মিনিটের মাথায় ডেভিড সিলভা গোল করে ম্যানসিটিকে এগিয়ে নেন (১-০)। ৩৬ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুস দলের দ্বিতীয় গোলটি করেন (২-১)। তবে, ৪২ মিনিটের মাথায় ওকাজাকির গোলে ব্যবধান কমায় লিচেস্টার (২-১)।

প্রথমার্ধেই দুই দলের তিন গোল হয়ে গেলেও দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

এই জয়ের ফলে ম্যানসিটি ৩৬ ম্যাচ খেলে অর্জন করলো ৭২ পয়েন্ট, অবস্থান তিন নম্বরে। ৩৫ ম্যাচ খেলা টটেনহ্যাম ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে। আর ৩৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ৮৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে চেলসি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।