ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
গোপালগঞ্জে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বিকেলে উদ্বোধনী খেলায় হাজী এন এস মোঃ হাই স্কুল ১-০ গোলে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

খেলার ৪৪ মিনিটে রাজু শরীফের দেয়া একমাত্র গোলে হাজী এন এস মোঃ হাই স্কুল বিজয়ী হয়।

গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করেছে।

এতে ১৬ টি স্কুলের ফুটবল দল অংশ নেবে।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিন, বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মাহবুব আলী খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যান ব্রত ঘোষ, জেলা ক্রীড়া অফিসার এস এম ফিরোজুল আহসান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মান্নান মানি প্রমূখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯২০, মে ১৬, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।