সিরিআ লিগে আর একটি ম্যাচ জিতলেই শিরোপা পাবে জুভেন্টাস। আর আগামী ৩ জুন কার্ডিফে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লড়বে দলটি।
বুধবার রাতে স্তাদিও অলিম্পিকোতে মুখোমুখি হয় জুভেন্টাস ও লাজিও। তবে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় জায়ান্ট দলটি। ম্যাচের ১২ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলভেজ ও ২৪ মিনিটে বোনুচ্চি গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এ নিয়ে ১৭বার কোপা ইতালিয়ার ফাইনাল খেললো জুভেন্টাস। যেখানে রেকর্ড ১২বার ট্রফির স্বাদ পায় দলটি। তবে এবারই প্রথম টানা তিনটি শিরোপা ঘরে তুললো। আর কোনো দল এমন কীর্তি দেখাতে পারেনি। রোমা এখন পর্যন্ত নয়টি শিরোপা নিয়ে দ্বিতীয়স্থানে আছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ১৮ মে, ২০১৭
এমএমএস