সর্বশেষ ১৯৯৯-২০০০ মৌসুমে শিরোপা জিতেছিল মোনাকো।
বুধবার রাতে ঘরের মাঠ স্তাদিও লোউইসে সেইন্টকে আতিথিয়েতা জানায় মোনাকো।
ম্যাচের ১৯ মিনিটে গোল করেন তরুণ প্রতিভা এমবাপ্পে। গত ফেব্রুয়ারিতেই মোনাকোর হয়ে খেলা শুরু করা ফ্রেঞ্চ এ স্ট্রাইকার ১২তম গোল করলেন। এর ফলে টানা ৩১ লিগ ম্যাচে গোল করলো মোনাকো। যা লিগ ওয়ানের রেকর্ড। জার্মেই গোল করেন দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে।
লিগে ৩৭ ম্যাচে ৯২ পয়েন্ট মোনাকোর। দ্বিতীয়স্থানে থাকা পিএসজি সমান ম্যাচে ৮৬ পয়েন্ট অর্জন করেছে।
লিগ ওয়ানে সর্বোচ্চ ১০বার শিরোপা জিতেছে সেইন্ট-এটিয়েনে। নয়বার জিতে দ্বিতীয় মার্সেই। আর আটবার করে জিতেছে নাতসে ও মোনাকো। লিঁও জিতেছে সাতবার। আর বোরডেঅক্স পিএসজি ও রেমিস ছয়বার করে শিরোপা জিতেছে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ১৮ মে, ২০১৭
এমএমএস