ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

সর্বকালের সেরা ইউরোপিয়ান গোলস্কোরার রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, মে ১৮, ২০১৭
সর্বকালের সেরা ইউরোপিয়ান গোলস্কোরার রোনালদো সর্বকালের সেরা ইউরোপিয়ান গোলস্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীত

রেকর্ড গড়ার কারিগর তিনি। ফুটবল ইতিহাসে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

সেল্টা ভিগোর মাঠে জোড়া গোল করে ব্যক্তিগত মাইলফলকে ইতিহাসের জন্ম দেন ৩২ বছর বয়সী রোনালদো। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় বল জালে পাঠান।

যেটি ছিল তার ৩৬৭তম লিগ গোল। এর মধ্য দিয়ে ছাড়িয়ে যান সাবেক ইংলিশ কিংবদন্তি জিমি গ্রীভসকে।

আগের ম্যাচেও (সেভিয়ার বিপক্ষে) জোড়া গোল করে রিয়ালের জার্সিতে ৪০০তম গোলের কীর্তি স্পর্শ করেন পর্তুগিজ আইকন। জার্মান লিজেন্ড গার্ড মুলারকে ছাড়িয়ে নাম লেখান সর্বকালের শীর্ষ লিগ গোলস্কোরার গ্রীভসের পাশে। রেকর্ডটা এখন শুধুই রোনালদোর।

প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডে (২০০৩-০৯) ৮৪টি গোল করেন রোনালদো। রিয়ালের হয়ে এখন পর্যন্ত যোগ করেছেন ২৮৪টি। সব মিলিয়ে তার নামের পাশে লিগ গোলের সংখ্যা ৩৬৮।

বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে রোনালদোর পরে লিওনেল মেসির অবস্থান। ২০০৪ বার্সেলোনার সিনিয়র টিমে অভিষেকের পর ৩৪৬ বার জালের দেখা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এ তালিকায় পরবর্তী সক্রিয় খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচ। ২৬৮ গোল নিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন। ইংল্যান্ড, স্পেন, ইতালি ও ফ্রান্সে খেলার অভিজ্ঞতা নেন সুইডিশ সেনসেশন। কেবল জার্মান ফুটবলের স্বাদ নেওয়া হয়নি। শীর্ষ ২০ জনের মধ্যে তিনিই একমাত্র প্লেয়ার যিনি তিন বা তার বেশি লিগে স্কোর করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ১৮, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।