ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালকে কাঁদাবে জুভেন্টাস, বিশ্বাস গ্রিজম্যানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মে ১৮, ২০১৭
রিয়ালকে কাঁদাবে জুভেন্টাস, বিশ্বাস গ্রিজম্যানের চ্যাম্পিয়নস লিগের ২০১৪-১৫ আসরে জুভেন্টাসের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ/ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে জুভেন্টাসের হাতে শিরোপা দেখছেন অ্যান্তোনি গ্রিজম্যান। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নেয় গ্রিজম্যানের অ্যাতলেতিকো মাদ্রিদ।

গ্রিজম্যানের বিশ্বাস, কার্ডিফের ফাইনালে রিয়ালকে কাঁদিয়ে শিরোপা উল্লাস করবে জুভেন্টাস। আগামী ৩ জুন হাইভোল্টেজ ফাইনাল অনুষ্ঠিত হবে।

খেলা শুরু বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়।

জিনেদিন জিদানের রিয়ালের সামনে ব্যাক-টু-ব্যাক শিরোপা (চার বছরের মধ্যে তৃতীয়) জয়ের হাতছানি! অন্যদিকে, দীর্ঘ ২১ বছর পর ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধারের সামনে দাঁড়িয়ে ইতালিয়ান জায়ান্টরা। সবশেষ ২০১৫ আসরের ফাইনালে বার্সেলোনার কাছে তাদের স্বপ্নভঙ্গ হয়। সেবার সেমিতে রিয়ালকে হারিয়েছিল জুভিরা।

চ্যাম্পিয়নস লিগে আবারো রিয়ালের কাছে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো। এর আগে ২০১৪ ও ২০১৬ আসরে ফাইনালে শিরোপার কাছাকাছি গিয়েও স্বপ্নের ট্রফিটা ছোঁয়া হয়নি দিয়েগো সিমিওনের শিষ্যদের। রিয়ালের কাছে হেরেই ২০১৪-১৫ মৌসুমের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে তারা। যদিও শেষ চারে জুভিদের কাছে ধরাশায়ী হয়েছিল লস ব্লাঙ্কসরা।

এবার বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। ঘরের মাঠে শেষ চারের ফিরতি পর্বের ম্যাচে ২-১ জিতলেও ২-৪ অ্যাগ্রিগেটে হার মানে অ্যাতলেতিকো। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত প্রথম লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলের জয়ে আগেই ফাইনালে এক পা দিয়ে রেখেছিল গ্যালাকটিকোরা।

সে যাই হোক, শিরোপা লড়াইয়ে জুভিদেরকেই চ্যাম্পিয়ন ভাবছেন অ্যাতলেতিকো তারকা গ্রিজম্যান। শুধু তাই নয়, বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জেতার দৌড়ে জুভেন্টাসের ইতালিয়ান আইকন গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে এগিয়ে রাখছেন ফ্রেঞ্চ সেনসেশন, ‘জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগ জিতবে এবং এরপর জিয়ানলুইজি বুফন জিতবেন ব্যালন ডি’অর। ’ কার্ডিফে গ্রিজম্যানের কথার প্রতিফলন হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ১৮ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।