ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

কাতারের বর্ষসেরা তালিকায় বার্সা আইকন জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
কাতারের বর্ষসেরা তালিকায় বার্সা আইকন জাভি জাভি হার্নান্দেজ/ছবি: সংগৃহীত

কাতার ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পথে হাঁটছেন বার্সেলোনা আইকন জাভি হার্নান্দেজ। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন স্প্যানিশ কিংবদন্তি। আল সাদের জার্সিতে দুর্দান্ত একটি মৌসুম পার করেছেন ৩৭ বছর বয়সী এ মিডফিল্ডার।

আগামী ২০ মে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা উঠবে। জাভির সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারই ক্লাব সতীর্থ স্ট্রাইকার হাসান আল হাইডস ও লিগ চ্যাম্পিয়ন লেখওয়াইয়ার কোরিয়ান ফরোয়ার্ড ন্যাম তাইহি।

দু’বছর আগে বার্সা অধ্যায়ের (১৯৯৮-২০১৫) ইতি টেনে কাতারে পাড়ি জমান জাভি।

এ মৌসুমের অন্যতম ধারাবাহিক খেলোয়াড় জাভি। ২৬টি লিগ ম্যাচই খেলেছেন। ১৪ দলের পয়েন্ট টেবিলে আল সাদকে দ্বিতীয় স্থানে রেখে মৌসুম শেষ করতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। সতীর্থদের গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি নিজে করেন ১০টি। চলতি বছরই কাতার কাপের ফাইনালে উলভসকে ২-১ গোলে হারিয়ে কাতারে প্রথম শিরোপার স্বাদ নেন ২০১০ বিশ্বকাপ জয়ী।

কাতার স্টারস লিগ অনলাইনের বরাত দিয়ে ‘গোল ডট কম’ বলছে, জাভির পাসিং দক্ষতা কাতার স্টারস লিগের অন্যতম সেরা। তার ৮৯.২ শতাংশ পাস নিখুঁত। ম্যাচপ্রতি তার পাসের গড় ৭৫.৪ শতাংশ, যা লিগের অন্যতম সর্বোচ্চ ফিগার।

ক্যারিয়ারের গোধূলি বেলায় এসেও দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন জাভি। প্রতি ম্যাচ জুড়ে দৌড়াচ্ছেন ১১.৪ কি.মি.। জাভির সামনে আল সাদের হয়ে ‘এমির কাপ’র ফাইনাল (১৯ মে) দিয়ে ঘরোয়া ‍ডাবল শিরোপা জেতার হাতছানি!

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ১৮ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।