ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বরগুনায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বরগুনায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিদ গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৭নম্বর ঢলুয়া ইউনিয়নের ৭৬নং পূর্ব চরকগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মোট ৮টি দল অংশগ্রহণ করে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে খাকবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গবন্ধু টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে খাকবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে পূর্ব চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলায় পূর্ব চরকগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্ধ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।