ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ইচ্ছাকৃত ‘ডাইভ’ দিলে দু’ম্যাচ সাসপেন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, মে ১৯, ২০১৭
ইচ্ছাকৃত ‘ডাইভ’ দিলে দু’ম্যাচ সাসপেন্ড ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে এক অভিনব নিয়ম চালু হতে যাচ্ছে। আগামী মৌসুম থেকে কোনো ফুটবলার ইচ্ছাকৃত ‘ডাইভ’ দিলে দু’ম্যাচ সাসপেন্ড হবেন। এফএ‘র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আগামী মৌসুম থেকে প্রতিটা ম্যাচের ভিডিও দেখা হবে।

ভিডিওতে যদি ধরা পড়ে কোনও ফুটবলার ঝাঁপ দেওয়ার অভিনয় করছে তা হলে দু’ম্যাচ সাসপেন্ড হতে হবে। এফএ’র অফিসিয়াল বিবৃতিতে বলা হয়,  ‘রেফারির নজর এড়িয়ে কোনো ফুটবলার পেনাল্টি বক্সে ‘ডাইভ’ দিলে কড়া শাস্তি নেব।

এফএ’র এই সিদ্ধান্তের পরে ঝড় ওঠে ব্রিটিশ ফুটবলমহলে। কয়েক জন যেমন মনে করছেন এই সিদ্ধান্তে ইংলিশ প্রিমিয়ার লিগের উপকার হবে। আবার কয়েক জনের মতে, এফএ ভুল সিদ্ধান্ত নিয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ১৯ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।