ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

কান্তের হাতে আরেকটি পুরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, মে ১৯, ২০১৭
কান্তের হাতে আরেকটি পুরস্কার এন’গোলো কান্তে-ছবি:সংগৃহীত

মৌসুমটি যেন নিজেরই করে নিলেন চেলসি মিডফিল্ডার এন’গোলো কান্তে। ফলে দু’হাত ভরে পুরস্কার নিয়েই যাচ্ছেন তিনি। এবার ফুটবল লেখকদের বিবেচনায় ‘বর্ষসেরা প্লেয়ার অব দ্যা ইয়ার’ হলেন।

কান্তের দল চেলসি ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে। যেখানে এ মাসের শেষেই এফএ কাপের ফাইনালে ব্লুজদের লক্ষ্য ঘরোয়া ডাবল জেতা।

ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।

বর্ষসেরা হতে ফ্রেঞ্চ এ তারকা সর্বাধিক ৩৪০টি ভোট পেয়েছেন। তিনি পেছনে ফেলেছেন তারই ক্লাব সতীর্থ এডেন হাজার্ড ও টটেনহামের ডেলে আলীকে। গতবার এ পুরস্কারটি জিতেছিলেন হাজার্ড।

কান্তে এ নিয়ে টানা দু’বার শিরোপার স্বাদ পেলেন। গতবার লিচেস্টার সিটির হয়ে জিতেছিলেন। তবে সেবার জেমি ভার্ডি ও রিয়াদ মাহারেজের কারণে লাইমলাইটে আসতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ১৯ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।