লিচেস্টার সিটির বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় পায় টটেনহাম। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করেন লোরিস।
বেলজিয়াম তারকা কোরতোইস ২০১৬-১৭ মৌসুমে এখন পর্যন্ত ১৬ টি ম্যাচে কোনো গোল হজম করেননি। অন্যদিকে লোরিস ১৫ টি ম্যাচে। দু’জনেই এখনও একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন।
তবে এখনও সুযোগ হাতছাড়া হয়ে যায়নি লোরিসের। শেষ ম্যাচে যদি হালসিটির বিপক্ষে লোরিস কোনো গোল না হজম করেন। আর কোরতোইস যদি সান্ডারল্যান্ডের বিপক্ষে হজম করেন, তবে যৌথভাবে পুরস্কারের দাবিদার হবেন লোরিস।
গোল্ডেন গ্লোভের আগের নিয়ম ছিল দু’জন বা তার বেশি গোলরক্ষক যদি সমাল ফলাফল করে তবে টাইব্রেকারের মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। তবে ২০১৩-১৪ মৌসুম থেকে নিয়মটি বদলে যৌথভাবে পুরস্কার দেওয়ার প্রথা চালু হয়।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ১৯ মে, ২০১৭
এমএমএস