আগামী ৯ জুন মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চারদিন পর সিঙ্গাপুর ম্যাচ।
এদিকে, গত ১১ এপ্রিল এদগার্দো বাউজা বরখাস্ত হওয়ার পর থেকেই কোচহীন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের দায়িত্ব কাঁধে নেওয়ার পথে এগিয়ে জর্জ সাম্পাওলি।
বেশ কয়েজন নতুন মুখ আর্জেন্টিনা টিমে। আটলান্টা ফরোয়ার্ড আলেজান্দ্রো গোমেজ, ওয়েস্ট হাম অ্যাটাকিং মিডফিল্ডার ম্যানুয়েল ল্যানজিনি, সেভিয়ার জোয়াকিন কোরেয়া, তিজুয়ানা মিডফিল্ডার গুইদো রদ্রিগেজ ও রোমার লিন্দ্রো পারেদেস জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়। প্রসঙ্গত, ২৪ বছর বয়সী ইকার্দি আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন।
জায়গা হয়নি আগুয়েরোর ক্লাব সতীর্থ পাবলো জাবালেতার। যদিও ম্যানসিটির নিকোলাস ওটামেন্ডিকে রাখা হয়েছে। এজেকুয়েল লাভেজ্জি, লুকাস প্রাতো ও অ্যাঞ্জেল কোরেয়া বাদ পড়াদের মধ্যে অন্যতম। বিদেশি লিগে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে এএফএ। কিন্তু, স্থানীয় ভিত্তিক প্লেয়ারদের পরবর্তীতে যুক্ত করা হবে।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান, সার্জিও রোমেরো, জিরোনিমো রুলি।
ডিফেন্ডার: ইমানুয়েল মামানা, গ্যাব্রিয়েল মার্সাডো, হাভিয়ের মাশ্চেরানো, নিকোলাস ওটামেন্ডি।
মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিগলিয়া, ম্যানুয়েল ল্যানজিনি, লিন্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, এদুয়ার্দো স্যালভিও।
ফরোয়ার্ড: জোয়াকিন কোরেয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো দিবালা, আলেজান্দ্রো গোমেজ, গঞ্জালো হিগুয়েইন, মাওরো ইকার্দি, লিওনেল মেসি।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ২০ মে, ২০১৭
এমআরএম