ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারকে ছাড়াই আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, মে ২০, ২০১৭
নেইমারকে ছাড়াই আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল ছবি: সংগৃহীত

মেসি-নেইমার দ্বৈরথ উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরা! নেইমারকে ছাড়াই আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ক্লাব ও দেশের জার্সিতে ব্যস্ত মৌসুমের জন্য বিশ্রামে সেলেকাও আইকন।

আগামী ৯ জুন মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে নেইমারবিহীন ব্রাজিল। চারদিন পর অস্ট্রেলিয়া ম্যাচ।

বার্সেলোনা তারকা নেইমারের সঙ্গে যুক্ত হচ্ছেন দলের আরও দুই নির্ভরযোগ্য খেলোয়াড়।

আগামী ৩ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালের কারণে রিয়াল মাদ্রিদের মার্সেলো ও ক্যাসেমিরোকে স্কোয়াডে রাখা হয়নি। একই কারণে জুভেন্টাস রাইটব্যাক দানি আলভেজ নেই। যদিও আলভেজের ক্লাব সতীর্থ লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রোকে দলে রেখেছেন তিতে।

ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: ডিয়েগো আলভেজ, ওয়েভারটন, এদারসন।

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ডেভিড লুইজ, ফাগনার, ফিলিপ্পে লুইস, গিল, জেমারসন, রাফিনহা, রদ্রিগো কাইয়ো, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: ফার্নান্দিনহো, জিউলিয়ানো, লুকাস লিমা, পাউলিনহো, ফিলিপ্পে কুতিনহো, রেনাতো অগাস্তো, রদ্রিগুইনহো, উইলিয়ান।

ফরোয়ার্ড: দিয়েগো সুজা, ডগলাস কস্তা, গ্যাব্রিয়েল জেসুস, তাইসন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ২০ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।