ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

কিশোর ফুটবলে গোল উৎসব চলছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২০, ২০১৭
কিশোর ফুটবলে গোল উৎসব চলছে ছবি: সংগৃহীত

পাইওনিয়ার ফুটবল লিগের (অনূর্ধ্ব-১৬) ম্যাচগুলোতে গোল উৎসব অব্যাহত রয়েছে। বেহাল মাঠেও এই গোল উৎসবে মেতেছে কিশোর ফুটবলাররা। ৭১ ক্লাব নিয়ে শুরু হওয়া এই লিগ বেশ ভালোই জমে উঠেছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এই পাইওনিয়ার (অ-১৬) ফুটবল লিগ-২০১৭ এর সার্বিক ব্যবস্থাপনা করছে।  

শনিবার (২০ মে) ছয়টি ভেন্যুতে দশটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

দুটি ম্যাচ বাদে বাকী ম্যাচগুলো মীমাংসা হয়েছে গোল ব্যবধানে।

কমলাপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ বয়েজ ক্লাব ও চট্টগ্রামের গ্রীন অয়েল ফেয়ার সেন্টারের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা একাদশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে গফুর বেলুচ ফুটবল একাডেমী। ধানমন্ডি ফুটবল একাডেমীর বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে তোতা স্পোর্টস একাডেমী।

গোলারটেক মাঠে কিশোর ফুটবল ক্লাব মোহাম্মদপুর ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যকার ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। দিনের সবচেয়ে বড় জয়টি এসেছে ভূঁইয়া ফুটবল একাডেমী থেকে। মালিবাগ ইষ্ট বেঙ্গল ক্লাবের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ক্লাবটি। শহীদ জহিরুল ইসলাম স্মৃতি সংসদের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে টাঙ্গাইল জুনিয়র একাদশ।

চ্যালেঞ্জার স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ০-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে ফেনী স্পোর্টস একাডেমী। দিনের আরেকটি ম্যাচে বড় জয় পেয়েছে সোনারগাঁও সুপার স্টার ফুটবল একাডেমী। মুড়াপাড়া ক্লাবের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে সুপারস্টার।

বড় জয় পেয়েছে টিপু সুলতান এস.সি। ফরিদউদ্দীন ফরিদ স্মৃতি সংসদের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় তুলে নেয় টিপু সুলতান এস.সি। আউটার স্টেডিয়ামে আরেক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবও। আব্দুল হাদীলেন যুব সংসদের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে দলটি।  

এই টুর্নামেন্ট থেকেই এএফসি কাপের অনূর্ধ্ব-১৭ এর জন্য দল গঠন করবে বাফুফে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২০ মে, ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।