এদিকে, মালাগাকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
জমে ওঠা লা লিগার শেষ দিন নির্ধারণ হয় শিরোপা।
৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করলো বার্সা। সমান ম্যাচ খেলে সর্বোচ্চ ৯৩ পয়েন্ট নিয়ে জিনেদিন জিদান-রোনালদোরা শিরোপা নিশ্চিত করে।
এইবারের বিপক্ষে ঘরের মাঠেই ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সা। তবে, মেসি-সুয়ারেজদের দুর্দান্ত পারফর্মে শেষ ৩০ মিনিটেই হেরে যায় অতিথিরা। ম্যাচের ৭ মিনিটের মাথায় লিড নেয় এইবার। ইনুইয়ির গোলে ১-০ তে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির পর খেলার ৬১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন এইবারের হয়ে প্রথম গোলদাতা ইনুইয়ি (২-০)।
৬৩ মিনিটের মাথায় এইবারের খেলোয়াড় ডেভিড রেনে আত্মঘাতী গোল করলে ব্যবধান করে বার্সার (২-১)। ৭০ মিনিটে পেনাল্টি পায় বার্সা। তবে, মেসির পেনাল্টি শট রুখে দেন এইবারের গোলরক্ষক জোয়েল। ৭৩ মিনিটের মাথায় সমতায় ফেরে বার্সা। সুয়ারেজের গোলে স্বস্তি ফেরে কাতালান শিবিরে (২-২)।
৭৫ মিনিটের মাথায় আবারো পেনাল্টি পায় বার্সা। এবার আর মিস করেননি মেসি (৩-২)। যোগ করা অতিরিক্ত সময়ে চার ডিফেন্ডারকে কাটিয়ে আবারো অসাধারণ এক গোল করেন মেসি। ফলে, ৪-২ গোলের লিড নেয় বার্সা। আর এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ২২ মে ২০১৭
এমআরপি