ন্যু ক্যাম্পে এইবারের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। মালাগার মাঠে রিয়াল হারলেই কেবল কাতালানদের হাতেই শিরোপা থাকতো।
ইনিয়েস্তার চোখে শিরোপাটা রিয়ালেরই প্রাপ্য ছিল, ‘ভালো, আমরা জিতেছি (মৌসুমের শেষ ম্যাচ)। আমরা নিজেদের কাজটা করেছি, কিন্তু রিয়াল মাদ্রিদ আমাদের চেয়ে ভালো ছিল। এটা (লিগ শিরোপা) আমাদের হাতে ছিল না। তাদেরকে অভিনন্দন। ’
বিদায়ী মৌসুমে কোচ লুইস এনরিক এখনো মর্যাদাপূর্ণ ট্রফি জেতার সুযোগ পাচ্ছেন। আগামী সপ্তাহে (২৭ মে) কোপা দেল রের ফাইনালে দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে বার্সা। এর মধ্য দিয়ে ২০১৬-১৭ মৌসুম শেষ করবে কাতালানরা।
এনরিককে ট্রফি উপহার দিতে চান ইনিয়েস্তা, ‘লুইস এনরিক যা করেছেন তার জন্য সবাই কৃতজ্ঞ। আমরা যতটা সম্ভব দুর্দান্তভাবে মৌসুম শেষ করতে আলাভেসের বিপক্ষে লড়াই করবো। ’
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২২ মে, ২০১৭
এমআরএম