ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মাদ্রিদে রোনালদোদের বাঁধভাঙা শিরোপা উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
মাদ্রিদে রোনালদোদের বাঁধভাঙা শিরোপা উদযাপন ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা। তাই শিরোপা উদযাপনেও ছিল বাড়তি মাত্রা। মালাগা থেকে সোজা মাদ্রিদে ফিরেই সমর্থকদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন রামোস-রোনালদোরা। ছাদ-খোলা বাসে অভিবাদনে সিক্ত হয় পুরো রিয়াল মাদ্রিদ টিম।

...উৎসবের রঙে ছেয়ে যায় রাজধানীর সিবেলেস চত্বর। প্রিয় দলকে স্বাগত জানাতে অন্তত পঞ্চাশ হাজার রিয়াল সমর্থক অপেক্ষায় থাকেন।

আসতেই ‘চ্যাম্পিয়নস’ ‘চ্যাম্পিয়নস’ স্লোগানে মুখরিত হয় চারপাশ। খেলোয়াড়দের নাম ধরে ধরে ‍আওয়াজ তোলেন সবাই।

...মৌসুমের শেষ দিনে এসে লিগ শিরোপার নিষ্পত্তি ঘটে। মালাগাকে ২-০ গোলে হারিয়ে ৩৩তম লা লিগা জয়ের উল্লাসে মাতে জিনেদিন জিদানের শিষ্যরা। এইবারকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকেই শেষ হয় গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার মিশন। রিয়াল হারলেই বার্সার দখলে থাকতো ‍ট্রফি। দু’দলের পয়েন্টের পার্থক্য তিন (৯৩, ৯০)।

...কার্ডিফে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও সমর্থকদের পাশে চান ক্রিস্টিয়ানো রোনালদো, ‘এটা গ্রেট সিজন ছিল কিন্তু আগামী ৩ জুন ফাইনাল। আমরা আপনাদের সমর্থন চাই। ’

...মাত্র দুই মিনিটেই মালাগার জালে বল পাঠান রোনালদো। পর্তুগিজ আইকনের চোখে, শিরোপাটা রিয়ালেরই প্রাপ্য ছিল, ‘আমরাই লিগ শিরোপার যোগ্য দাবিদার ছিলাম। সাফল্য আসলেই মধুর। মৌসুমের শেষ সপ্তাহে এর স্বাদ নেওয়াটা আরও মধুর। ’

...‘আমি সত্যিই খুব খুশি এবং মৌসুমের সঠিক সময়ে এসে আসলেই ফ্রেস লাগছে। এখন আমরা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রস্তুতির আগে এটা উপভোগ করতে পারবো। ’-যোগ করেন সিআর সেভেন।

...ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসার জোয়ারে ভাসান জিদান। বিশেষ করে রোনালদো বন্দনায় মাতেন ফ্রেঞ্চ কিংবদন্তি, ‘যখনই আপনার রোনালদোকে প্রয়োজন সে হাজির থাকবে। এ মুহূর্তে সেরা ফর্মে রয়েছে কিন্তু এই জয়টা সকল খেলোয়াড়ের। ৩৮ ম্যাচ শেষে যখন আপনি শীর্ষে থাকবেন এটা প্রত্যাশিত, এখানে কোনো প্রশ্নের অবকাশ নেই। এ মৌসুমে লিগ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কৃতিত্বটা সব খেলোয়াড়ের। প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত তারা কখনই তাদের লেভেল থেকে নিচে নামেনি। ’

...বিজয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অধিনায়ক সার্জিও রামোস, ‘আমাদের কিছু বাজে ম্যাচ গেছে এবং একটা সময় এর জন্য ভুগেছি। কিন্তু, শেষ পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রেখেছি। লিগ জিততে আমরা যথেষ্ট করেছি। আমার কাছে বিশ্বের সেরা ও কঠিনতম লিগ জিতেছি। এখন আমরা মাদ্রিদে ফিরে যাব এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে সমর্থকদের সঙ্গে উদযাপনে মাতবো। ’

...বাংলাদেশ সময়: ১৭০৫ ণ্টা, ২২ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।