ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপা জিতলেও ট্রফির দেখাই পাননি রোনালদোরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
শিরোপা জিতলেও ট্রফির দেখাই পাননি রোনালদোরা শিরোপা জিতলেও ট্রফির দেখাই পাননি রোনালদোরা/ছবি: সংগৃহীত

পাঁচ বছরের খরা কাটিয়ে লিগ শিরোপা জয়ের উল্লাসে ট্রফিটাই ছোঁয়া হয়নি! রিয়াল মাদ্রিদের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হচ্ছে। আগামী মৌসুমের শুরুর আগে লা লিগার টাইটেল হাতে পাচ্ছেন না রামোস-রোনালদোরা।

মৌসুমের শেষ ম্যাচে মালাগার মাঠে ২-০ গোলের জয়ে ৩৩তম লিগ শিরোপা নিশ্চিত করে গ্যালাকটিকোরা। ২০১২ সালের পর প্রথম।

মাঠের উদযাপন শেষে মাদ্রিদে ফিরেই সমর্থকদের সঙ্গে উৎসবে মাতেন জিনেদিন জিদানের শিষ্যরা।

মালাগা ম্যাচ শেষে দলীয় উদযাপনের মাঝে রিয়াল খেলোয়াড়দের ট্রফি উপস্থাপন না করার বিষয়টি অবগত করেন প্রেস অফিসার। ভিডিও ফুটেজে দেখা যায়, ব্যাপারটি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে শেয়ার করছেন গ্যারেথ বেল। শিরোপা জিতেও তা হাতে নিয়ে উল্লাস করতে না পারার একটা আক্ষেপটা আরও বড় হচ্ছে।

৩৩তম লিগ ট্রফির আনুষ্ঠানিক উপস্থানের আগে রিয়ালকে বাধ্য হয়েই বেশ কয়েক মাস অপেক্ষায় থাকতে হচ্ছে। লা লিগায় ব্যাপারট এমনই! ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা গত বছরের অক্টোবরে অফিসিয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লিগ ট্রফি হাতে পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ২৪ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।