ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

টাইব্রেকারে শেখ রাসেলের স্বপ্নভঙ্গ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
টাইব্রেকারে শেখ রাসেলের স্বপ্নভঙ্গ ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে শেখ রাসেলের স্বপ্নভঙ্গ/ছবি: সংগৃহীত

ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রকারে শেখ রাসেলকে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। বৃহস্পতিবার (২৫ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয়।

১-১ সমতায় নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়। প্রথমার্ধেই দুটি গোল হয়েছে।

১০ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। তার তিন মিনিট পরে অবশ্য গোল পরিশোধ করে চট্টগ্রাম আবাহনী।

দ্বিতীয়ার্ধে দু’দলই প্রচুর গোলের সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি। ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকলে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় আবাহনী।

এর আগে ‘বি’ গ্রপে আরামবাগ ও মোহামেডানকে হারিয়ে শেষ আটে পা রাখে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে ‘সি’ গ্রপে ফরাশগগঞ্জের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় ও টাইব্রকারে শেখ জামালের বিপক্ষে হেরে গ্রুপ রানারআপ হয় শেখ রাসেল।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ২৫ মে, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।