এর আগে রহমতগঞ্জ 'ডি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসিকে হারিয়ে চমক দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পুরান ঢাকার ক্লাবটি।
অন্যদিকে 'এ' গ্রুপে তুলনামূলক কঠিন দল সাইফ স্পোর্টিংকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মুক্তিযোদ্ধা। আবাহনীর বিপক্ষে হেরে গ্রুপের রানারআপ দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে।
ফেডারেশন কাপের কোয়ার্টারে তাই ডি গ্রুপের চ্যাম্পিয়ন রহমতগঞ্জের বিপক্ষে নামছে এ গ্রুপের রানারআপ মুক্তিযোদ্ধাকে।
৯০ মিনিটেই জয় নিয়ে সেমিতে পা রাখতে চায় রহমতগঞ্জের কোচ কামাল বাবু, 'ম্যাচটি সরাসরি জিততে চাই। জয় নিয়ে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। ’
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ২৬ মে ২০১৭
জেএইচ/এমএমএস