ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ চারের লড়াইয়ে রহমতগঞ্জ-মুক্তিযোদ্ধা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ২৬, ২০১৭
শেষ চারের লড়াইয়ে রহমতগঞ্জ-মুক্তিযোদ্ধা কোয়ার্টারে পা রেখেছে রহমতগঞ্জ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

তুলনামূলক দুর্বল দল গড়েও বছরের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের কোয়ার্টারে পা রেখেছে রহমতগঞ্জ। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। সেমিফাইনালের লড়াইয়ে আগামীকাল শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’দল নামবে।

এর আগে রহমতগঞ্জ 'ডি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসিকে হারিয়ে চমক দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পুরান ঢাকার ক্লাবটি।

অন্যদিকে 'এ' গ্রুপে তুলনামূলক কঠিন দল সাইফ স্পোর্টিংকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মুক্তিযোদ্ধা। আবাহনীর বিপক্ষে হেরে গ্রুপের রানারআপ দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে।

ফেডারেশন কাপের কোয়ার্টারে তাই ডি গ্রুপের চ্যাম্পিয়ন রহমতগঞ্জের বিপক্ষে নামছে এ গ্রুপের রানারআপ মুক্তিযোদ্ধাকে।

৯০ মিনিটেই জয় নিয়ে সেমিতে পা রাখতে চায় রহমতগঞ্জের কোচ কামাল বাবু, 'ম্যাচটি সরাসরি জিততে চাই। জয় নিয়ে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। ’

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ২৬ মে ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।