চেলসিকে এক বছরের ব্যবধানে শিরোপা জেতাতে বরাবরের মতো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন বেলজিয়ান সেনসেশন হ্যাজার্ড। সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি নিজে করেন ১৭টি (৪২ ম্যাচ)।
তবে হ্যাজার্ডকে ছাপিয়ে এবারের আসরে পুরো আলোটা নিজের করে নেন তার ক্লাব সতীর্থ কান্তে। মূল অ্যাওয়ার্ডটি না জিতলেও আরেকটি ট্রফি নিজেরে শোকেসে রাখলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার। বলা বাহুল্য, ২০১৫-১৬ সিজনে রূপকথার জন্ম দিয়ে লিচেস্টারের সিটির লিগ শিরোপা জয়ে দলের অপরিহার্য সদস্য ছিলেন তিনি।
লিচেস্টারে এক মৌসুম কাটিয়েই গত বছর চেলসিতে পাড়ি জমান কান্তে। ভিন্ন ক্লাবের হয়ে টানা দুই মৌসুমে প্রিমিয়ার লিগ জেতার কীর্তি গড়েন। মযার্দাপূর্ণ সব একক অ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন। প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়, পিএফএ (প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন) প্লেয়ারস প্লেয়ার অব দ্য ইয়ার, পিডব্লুএ (ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন) প্লেয়ার অব দ্য ইয়ার সব পুরস্কারেই কান্তের জয়জয়কার। ২০১৪-১৫ মৌসুমে এ আসনটিতে ছিলেন কান্তের সমবয়সী হ্যাজার্ড।
ঘরোয়া ‘ডাবল’ জেতার সুযোগ হাতছাড়া করেছে হ্যাজার্ড-কান্তের চেলসি। এফএ কাপের ফাইনালে আর্সেনালের কাছে হারের হতাশায় ডোবে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। সে যাই হোক, প্রিমিয়ার লিগ জিতে চ্যাম্পিয়নস লিগের ২০১৭-১৮ মৌসুমে ফেরাটাই ইংলিশ জায়ান্টদের বড় সান্ত্বনা! প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও দশম স্থানে থেকে ২০১৫-১৬ মৌসুম শেষ করেছিল চেলসি।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ২৯ মে, ২০১৭
এমআরএম