ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ওমরা পালন করলেন বিশ্বের সবথেকে দামী ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, মে ২৯, ২০১৭
ওমরা পালন করলেন বিশ্বের সবথেকে দামী ফুটবলার ছবি: সংগৃহীত

বিশ্বের সবথেকে দামী ফুটবলার পল পগবা ওমরা হজ পালন করতে মক্কায় অবস্থান করছেন। ২৪ বছর বয়সী ফ্রান্স আর ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা এ ফুটবলার এবারই প্রথমবার মক্কায় পা রাখেননি। এর আগে তিনি হজও পালন করেছেন।

ইউরোপার ফাইনাল শেষে সুটকেস নিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন পগবা। সেখানে লিখেছিলেন, এই মৌসুমের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

এখন নামাজ আদায়ের পথে আছি, শিগগিরই দেখা হবে ম্যানচেস্টারে। ওমরা পালনের জন্য সৌদি আরব যাচ্ছি।

.এবার ফ্রাঞ্চের তারকা এ ফুটবলার মক্কা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি প্রকাশ করেছেন। সেখানে তাকে ইহরামের কাপড় পরিহিত অবস্থায় পবিত্র কাবা শরীফের কাছে অবস্থান করতে দেখা যায়।

ছবির নিচে তিনি লিখেছেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস। ’ এছাড়া, ছবির পাশাপাশি টুইটারে প্রত্যেককে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে পগবা টুইট করে লিখেছেন, ‘রমজানের শুভেচ্ছা। ’

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ২৯ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।