আলাভেজকে ৩-১ গোলে হারিয়ে ক্লাবের ইতিহাসের ২৯তম কোপা দেল রে শিরোপা জিতেছে মেসির বার্সা। ম্যাচের প্রথম গোলটি করেন মেসি।
ব্রাজিলের এই সাবেক তারকা জানান, ‘আমার কাছে ফুটবলের ইতিহাসে মেসি অসাধারণ খেলোয়াড়। রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদোও ভালো ফুটবলার। দু’জনই অসাধারণ খেলোয়াড়। আমি মেসিকে ভালোবাসি। বল পায়ে সে দুর্দান্ত, ম্যাচে গোল করার মধ্যদিয়ে সে অন্যদের বিশ্রাম দিতে পারে। তবে এ বছরের ব্যালন ডি’অরের পুরস্কারটা রোনালদোর হাতেই দেখতে চাইছি। ’
এই মৌসুমে রোনালদো সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ৪০ গোল। যেখানে মেসি করেছেন ৫৪ গোল। মেসির হাতে উঠেছে কোপা দেল রে’র শিরোপা। আর রোনালদোর হাতে উঠেছে লা লিগার শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারাতে পারলে রোনালদোর হাতে উঠবে আরও একটি শিরোপা।
রোনাল্ডো আরও যোগ করেন, ‘মেসি আর রোনালদোর মাঝে তুলনা করা সত্যিই যন্ত্রণাদায়ক কাজ। তারা দু’জনই সম্মান পাওয়ার যোগ্য। তবে এ বছর ব্যালন ডি’অর জয়ী হিসেবে রোনালদোকেই বেছে নেব। গত দুই বছর ধরে অনেক ম্যাচেই ফল নির্ধারকের ভূমিকায় ছিল সে। তার অসাধারণ নৈপুণ্যেই রিয়াল এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ’
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৯ মে ২০১৭
এমআরপি