ইন্টার মিলান ছেড়ে রোনাল্ডো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে খেলেছেন ৫ মৌসুম।
ব্রাজিলের জার্সিতে দুইবারের বিশ্বকাপ জয়ী রোনাল্ডো নিজের বেড়ে যাওয়া ওজন নিয়ে রিয়ালের ততকালীন কোচ ফ্যাবিও কাপেলোর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রিয়ালে খেলেছেন রোনাল্ডো আর ২০০৬-০৭ মৌসুমে খেলেছেন ফ্যাবিও ক্যাপেলোর অধীনে। ১৯৯৭ ও ২০০২ সালের ব্যালন ডি’অর জিতেছিলেন রোনাল্ডো। রিয়াল ছেড়ে এসি মিলানে যোগ দেওয়া রোনাল্ডো জানান, আমি কখনোই রিয়াল ছেড়ে যেতে চাইনি। ক্লাবে থাকা অবস্থায় আমাকে কোচ ক্যাপেলোর সঙ্গে বার বার ঝামেলায় জড়াতে হয়েছিল। আমার ওজন ১০০ গ্রাম বেড়ে গেলেও তিনি আমাকে দল থেকে বাইরে রাখতেন। ম্যাচের পর ম্যাচ আমাকে ছাড়া খেলাতেন। অনেকটা বাধ্য হয়েই আমি রিয়াল ছেড়ে দেই। ’
রিয়ালের হয়ে একশর বেশি গোল করা রোনাল্ডো আরও জানান, ‘আমি রিয়ালের হয়ে মাত্র দুটি লা লিগা শিরোপা জিতেছিলাম। আমি খেলোয়াড় হিসেবে আমার অবস্থানটা মূল্যায়ন করতে পারি। ঠিক তেমনি কোচ হিসেবে ক্যাপেলোর অবস্থানটা আমি বুঝি। কিন্তু কখনও কখনও ১০০ বা ২০০ গ্রাম ওজন বেড়ে যাওয়া কোনো পার্থক্য গড়ে না। আপনি আসলে মাঠে কেমন খেললেন, সেটাই আসল। কিন্তু, আমার পারফর্ম, দলে আমার অবদান কোনোটাই তিনি দেখতে পেতেন না। ’
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২৯ মে ২০১৭
এমআরপি