বার্সা আগেই ঘোষণা দিয়ে রেখেছিল কোপা দেল রের ফাইনালের পর নতুন কোচের নাম ঘোষণা করবে। বিদায়ী ম্যাচে লুইস এনরিককে হ্যাটট্রিক শিরোপা উপহার দেন মেসি-নেইমার-ইনিয়েস্তারা।
বার্সার কোচ হিসেবে ভালভার্ডে এনরিকের সফল অধ্যায়ের পুনরাবৃত্তি করতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। এর আগে অ্যাথলেতিক বিলবাওয়ে চারা মৌসুম কাটান এ স্প্যানিয়ার্ড।
তিন বছরের বার্সা অধ্যায়ে ৯টি ট্রফি উঁচিয়ে ধরেন এনরিক। বিদায়ী মৌসুমে লিগ জেতা হয়নি। একমাত্র সান্ত্বনা কোপা দেল রে। শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০১৬-১৭ মৌসুম শেষ করে কাতালানরা।
স্বদেশী এনরিকের মতোই খেলোয়াড়ী জীবনে ফরোয়ার্ড পজিশনে বার্সার জার্সিতে খেলেছিলেন ভালভার্ডে (১৯৮৮-৯০)। এবার কোচ হিসেবে ন্যু ক্যাম্পে পা রাখবেন। এনরিক তো সফল হয়েছেন। চ্যালেঞ্জটা এখন ৫৩ বছর বয়সী ভালভার্ডের কাঁধে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ৩০ মে, ২০১৭
এমআরএম