ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ভালভার্ডেকে কোচ হিসেবে নিশ্চিত করলো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১৭
ভালভার্ডেকে কোচ হিসেবে নিশ্চিত করলো বার্সা ছবি: সংগৃহীত

বার্সেলোনার কোচ হিসেবে লুইস এনরিকের উত্তরসূরি আর্নেস্টো ভালভার্ডে। ব্যাপারটা অনুমিতই ছিল। সেটিই অফিসিয়ালি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ২০১৭-১৮ মৌসুমে কাতালানদের ডাগআউটে দেখা যাবে ভালভার্ডেকে।

বার্সা আগেই ঘোষণা দিয়ে রেখেছিল কোপা দেল রের ফাইনালের পর নতুন কোচের নাম ঘোষণা করবে। বিদায়ী ম্যাচে লুইস এনরিককে হ্যাটট্রিক শিরোপা উপহার দেন মেসি-নেইমার-ইনিয়েস্তারা।

দেপোর্তিভো আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে এ ইভেন্টে টানা তিন মৌসুম চ্যাম্পিয়নের আসনে এনরিকের শিষ্যরা।

বার্সার কোচ হিসেবে ভালভার্ডে এনরিকের সফল অধ্যায়ের পুনরাবৃত্তি করতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। এর আগে অ্যাথলেতিক বিলবাওয়ে চারা মৌসুম কাটান এ স্প্যানিয়ার্ড।

তিন বছরের বার্সা অধ্যায়ে ৯টি ট্রফি উঁচিয়ে ধরেন এনরিক। বিদায়ী মৌসুমে লিগ জেতা হয়নি। একমাত্র সান্ত্বনা কোপা দেল রে। শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০১৬-১৭ মৌসুম শেষ করে কাতালানরা।

স্বদেশী এনরিকের মতোই খেলোয়াড়ী জীবনে ফরোয়ার্ড পজিশনে বার্সার জার্সিতে খেলেছিলেন ভালভার্ডে (১৯৮৮-৯০)। এবার কোচ হিসেবে ন্যু ক্যাম্পে পা রাখবেন। এনরিক তো সফল হয়েছেন। চ্যালেঞ্জটা এখন ৫৩ বছর বয়সী ভালভার্ডের কাঁধে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ৩০ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।