২৩ বছর বয়সী এডারসনের জন্য ৩৫ মিলিয়ন পাউন্ড গুণতে হয়েছে ম্যানসিটিকে। যিনি এখন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী গোলরক্ষক।
এডারসনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে সিটিজেনরা। ব্রাজিলের জার্সিতে তার এখনো অভিষেক হয়নি। সেলেকাওদের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলছেন তিনি।
পেপ গার্দিওলার একাদশে চিলিয়ান তারকা ক্লদিও ব্রাভোর সঙ্গে লড়তে হবে এডারসনকে। চুক্তি শেষ হওয়ায় ইতিহাদ স্টেডিয়াম ছেড়েছেন আর্জেন্টাইন কাবালেরো। অন্যদিকে, অভিজ্ঞ জো হার্টকে বিক্রি করে দেবে ম্যানসিটি। তুরিনোতে এক বছরের ধারের চুক্তি শেষ করেছেন ইংলিশ গোলরক্ষক।
গত শুক্রবার (২৬ মে) সামারে প্রথম খেলোয়াড় হিসেবে মোনাকো থেকে ৪৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে উঠতি পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভাকে দলে ভেড়ানোর ঘোষণার দেয় ম্যানসিটি।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ১ জুন, ২০১৭
এমআরএম