ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

সিটিতে আরও এক বছর তোরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জুন ২, ২০১৭
সিটিতে আরও এক বছর তোরে সিটিতে আরও এক বছর তোরে-ছবি:সংগৃহীত

ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছেন ইয়া ইয়া তোরে। ফলে অভিজ্ঞ এ মিডফিল্ডারকে আরও এক মৌসুমে ইতিহাদ স্টেয়িডামে দেখা যাবে। কিন্তু পেপ গার্দিওলার অধীনে গত মৌসুমে প্রায় ম্যাচই বেঞ্চে থাকতে হয়েছিল তোরেকে।

সিটির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, ‘ম্যানচেস্টার সিটির একজন অসাধারণ ফুটবলার ইয়া ইয়া। সে পেপ গার্দিওলার অধীনে গুরুত্বপূর্ণ সদস্যও।

সে আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ ও জনপ্রিয় ফুটবলার। তার ভালোর দিকটি আমাদেরই দেখতে হবে। ’

এর আগে ২০১০ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে সিটিতে পাড়ি দেন আইভরি কোস্টের সাবেক এ তারকা। তবে গত সাতটি বছর ধরে প্রিমিয়ার লিগের দলটির ভরসার নামই হয়ে গেছেন তিনি। এখন পর্যন্ত তিনি দলটির হয়ে ২৯৯ ম্যাচে ৮২টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ০২ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।