তারই পুরস্কারস্বরুপ ৩১ বছর বয়সী ফ্যালকাওয়ের সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছে মোনাকো। ২০২০ পর্যন্ত ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সঙ্গে থাকছেন সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা।
চুক্তি নবায়নে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ফর্মে ফেরা মোনাকো অধিনায়ক, ‘মোনাকোর হয়ে নিজের কাজ চালিয়ে যেতে পেরে আমি খুশি। অবিশ্বাস্য মৌসুম শেষে যেখানে নিজেকে ফিরে পেয়েছি। আমার একটাই ইচ্ছা ছিল, এই সুন্দর গল্পটি প্রসারিত করা! আমি আত্মবিশ্বাসী যে এই পারফরম্যান্স পরবর্তী মৌসুমে সেরাটা দিতে উদ্ধুদ্ধ করবে। ’
২০১৩ সালে অ্যাতলেতিকো ছেড়ে মোনাকোতে পাড়ি জমান ফ্যালকাও। প্রথম মৌসুমে ইনজুরি আর ফর্মহীনতায় নিজের ছায়া হয়ে ছিলেন। ২০১৪-১৫ মৌসুম শুরুর পর তাকে এক বছরের ধারের চুক্তিতে ইংলিশ ক্লাব ম্যানইউতে পাঠানো হয়। সেখানেও একই দশা! পরের মৌসুমে যোগ দেন চেলসিতে। ব্লুজদের জার্সিতেও আস্থার প্রতিদান দিতে পারেননি।
শেষমেষ গত বছর ফিরে আসেন মোনাকোতে। কাঁধে ওঠে অধিনায়কের দায়িত্ব। তাতেই যেন হারানো ফর্ম ফিরে পান ফ্যালকাও। সব মিলিয়ে ৪৩ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠান ৩০ বার (লিগে ২৯ ম্যাচে ২১)।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ২ জুন, ২০১৭
এমআরএম