ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মামুনুলের একমাত্র গোলে ফাইনালে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ২, ২০১৭
মামুনুলের একমাত্র গোলে ফাইনালে চট্টগ্রাম আবাহনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মামুনুল ইসলামের একমাত্র গোলে ফেডারেশন কাপের ফাইনালে পা রেখেছে চট্টগ্রাম আবাহনী। শুক্রবার (২ জুন) বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ বছরের প্রথম ঘরোয়া লিগ ফেডারেশন কাপের প্রথম সেমিতে খেলতে নামে চট্টগ্রামের আবাহনী ও পুরান ঢাকা চমক জাগানো রহমতগঞ্জ।

দশর্কহীন জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ছন্দহীন রহমতগঞ্জ। ম্যাচের ৮ মিনিটে ওলাডিপোর ব্যাক-ভলিতে গোল করে চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যান মামুনুল।

ম্যাচের বাকিটা সময় দুদলের খেলায় দেখা যায়নি কোনো পজিটিভ মুভমেন্ট। বিরতির পর, মাঝমাঠে জমাট বাঁধতে ব্যর্থ মামুনুল-জাহিদরা। তবে কৌশলী লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিলো কামাল বাবুর দল। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি বাউগুরা, হেলাল-শাহরানরা। দ্বিতীয়ার্ধে এসে রহমতগঞ্জের টানা আক্রমণ রুখে দেয় চট্টগ্রাম।

এই জয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠলো সাইবুল বারী টিটুর শিষ্যরা। প্রতিপক্ষ শনিবারের (৩ জুন) দ্বিতীয় সেমিতে আবাহনী ও শেখ জামালের মধ্যকার বিজয়ী। ফাইনাল ৫ জুন।

বাংলদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ০২ জুন, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।