ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

পেছালো ফেডারেশন কাপের ফাইনাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুন ৩, ২০১৭
পেছালো ফেডারেশন কাপের ফাইনাল ছবি: সংগৃহীত

চলমান ফেডারেশন কাপের ফাইনাল ৫ জুন থেকে একদিন পিছিয়ে ৬ জুন নেয়া হয়েছে। শনিবার (০৩ জুন) বাফুফেতে পেশাদার লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় পেশাদার লিগের ১২ ক্লাবের শীর্ষ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

রুদ্ধদ্বার আলোচনা শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তবে প্রথম সূচি অনুযায়ী ফাইনালের ভেন্যু ও সময় একই থাকছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাড়ে ৭ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ০৩ জুন, ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।