এসি মিলানের (১৯৮৯, ৯০) পর ইতিহাসের দ্বিতীয় ক্লাব হিসেবে টানা দু’বার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগ নামকরণের (১৯৯২-৯৩ মৌসুম থেকে) পর এটাই প্রথম।
এ ম্যাচের মধ্য একাধিক রেকর্ড ও মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপের ফাইনালে গোল করার দৃষ্টান্ত স্থাপন করেন চারবারের ব্যালন ডি’অর জয়ী।
জোড়া গোলে এবারের আসরে সংখ্যাটা ১২-তে নিয়ে যান রোনালদো। টপকে যান মেসিকে। সর্বোচ্চ গোলস্কোরারের পুরস্কার গোল্ডেন বুট নিজের করে নেন ম্যাচসেরা সিআর সেভেন। এ নিয়ে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার কীর্তিতে নাম লেখান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
শুধু তাই নয়, গোলস্কোরিংয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন পর্তুগিজ আইকন। ক্লাব ও দেশের জার্সিতে ৬০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন ৩২ বছর বয়সী রোনালদো। পেশাদার ক্লাব ফুটবলে সব মিলিয়ে ৭১৭ ম্যাচে ৫২৯টি গোল করেছেন। পর্তুগালের জার্সিতে ১৩৮ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৭১ বার।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, ৪ জুন, ২০১৭
এমআরএম