ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে ছিটকে গেছেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জুন ৫, ২০১৭
ইনজুরিতে ছিটকে গেছেন হ্যাজার্ড এডেন হ্যাজার্ড/ছবি: সংগৃহীত

বেলজিয়ামের ট্রেনিং সেশনে ইনজুরির কবলে পড়েছেন এডেন হ্যাজার্ড। অ্যাঙ্কেল (গোড়ালি) ফ্র্যাকচার হওয়ায় আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ছিটকে গেছেন চেলসি তারকা।

ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনো জানানো হয়নি। হ্যাজার্ডের ইনজুরি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্লুজদের হয়ে সাফল্যময় একটি মৌসুম পার করেন ২৬ বছর বয়সী এ উইঙ্গার।

সোমবার (৫ জুন) প্রীতি ম্যাচে চেক প্রজাতন্ত্রকে আতিথ্য দেবে হ্যাজার্ডবিহীন বেলজিয়াম। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। চারদিন পর একই সময়ে বিশ্বাকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষ এস্তোনিয়া।

২০১৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিতে চোখ রাখছে হ্যাজার্ডের বেলজিয়াম। ছয় দলের ‘এইচ’ গ্রুপে পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট (৪ জয়, ১ ড্র) নিয়ে অবস্থান শীর্ষে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ৫ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।