ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রীতি ম্যাচে রাশিয়া-বেলজিয়ামের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, জুন ৬, ২০১৭
প্রীতি ম্যাচে রাশিয়া-বেলজিয়ামের জয় বেলজিয়ামের গোল উদযাপন/ছবি: সংগৃহীত

এস্তোনিয়ার মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিল হ্যাজার্ডবিহীন বেলজিয়াম। প্রীতি ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। অপর ম্যাচে  হাঙ্গেরিকে তাদের মাঠেই ৩-০ গোলের লজ্জায় ডোবায় ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়া।

অনুশীলনে অ্যাঙ্কেল ইনজুরির কারণে ছিটকে গেছেন হ্যাজার্ড। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতেও খেলতে পারবেন না চেলসি তারকা।

তাকে ছাড়াই চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হন ডি ব্রুইন-লুকাকু-ফেলাইনিদের নিয়ে তারকাসমৃদ্ধ বেলজিয়াম।

হোম ভেন্যু ব্রাসেলসের কিং বাউদোইন স্টেডিয়ামে খেলা শুরুর ২৫ মিনিটের মাথায় রোমেলু লুকাকুর পাসে স্বাগতিকদের লিড এনে দেন চেলসির মিচি বাতশুয়াই। চার মিনিট বাদেই চেক প্রজাতন্ত্রকে ম্যাচে ফেরান ফরোয়ার্ড মিশেল ক্রেমেঞ্চিক।

১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ৫২ মিনিটে জয়সূচক গোল উপহার দেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি। নির্ধারিত সময়ের আগে আর ম্যাচে ফিরতে পারেনি ভিজিটররা।

প্রসঙ্গত, আগামী শুক্রবার (৯ জুন) এস্তোনিয়া ও বেলজিয়ামের মধ্যকার বিশ্বকাই বাছাইয়ের ম্যাচ মাঠে গড়াবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে চোখ রাখছে হ্যাজার্ডের বেলজিয়াম। ছয় দলের ‘এইচ’ গ্রুপে পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট (৪ জয়, ১ ড্র) নিয়ে অবস্থান শীর্ষে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ৬ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।