চলতি মাস শেষেই ৩৪ বছর বয়সী পেপের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। রিয়ালের কাছ থেকে দু’বছরের নতুন চুক্তির অফার চেয়েছিলেন।
এক সাক্ষাৎকারে পেপে বলেন, ‘এটা পরিষ্কার যে আমি রিয়ালের হয়ে আর খেলছি না। একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। এখন থেকে আরেকটি শুরু হবে। ’
এর আগে পেপের ইন্টার মিলানে যোগ দেওয়ার সম্ভাবনা জেগেছিল। আলোচনাও চলছিল। তা স্থগিত করেছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি! কোচ ইউনাই এমেরির হস্তক্ষেপে সিদ্ধান্ত পাল্টেছেন পেপে। বছরের শুরুতে চাইনিজ ক্লাব হেবেই ফরচুন বিবেচনায় নিলেও ২০১৮ বিশ্বকাপ সামনে রেখে সেই সম্ভাবনা উড়িয়ে দেন ইউরো জয়ী পর্তুগিজ তারকা।
বলা হচ্ছে, কার্ডিফে পেপের এজেন্ট জর্জ মেন্ডেস ও পিএসজির মালিক নাসের আল খেলাফির মধ্যে বৈঠকে নাকি সমঝোতা হয়ে গেছে। নতুন মৌসুমে প্যারিসে থিতু হবেন পেপে।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ৬ জুন, ২০১৭
এমআরএম