ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

কিমিচের গোলে হার এড়ালো জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, জুন ৭, ২০১৭
কিমিচের গোলে হার এড়ালো জার্মানি ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে হোঁচট খেল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রীতি ম্যাচে ডেনমার্কের মাঠে শেষদিকের গোলে হার এড়িয়েছে জোয়াকিম লোর শিষ্যরা। উঠতি মিডফিল্ডার জোশুয়া কিমিচ নৈপুণ্যে ১-১ গোলের ড্রয়ে খেলার নিষ্পত্তি ঘটে।

প্রথমার্ধের ১৮ মিনিটে ডেনিশদের লিড এনে দেন মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও লিড ধরে রাখে তারা। ম্যাচে ফিরতে মরিয়া জার্মানরা গোলের দেখাই পাচ্ছিল না। মেসুত ওজিল, টনি ক্রুস ও থমাস মুলারের অনুপস্থিতিতে ছয়জনের অভিষেক হয়।

...খেলা যখন শেষের দিকে তখনই দর্শনীয় গোলে জার্মানিকে সমতায় ফেরান ২২ বছর বয়সী কিমিচ। ডি-বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার ওভারহেড কিকে বল জালে পাঠান বায়ার্ন মিউনিখ তারকা।

প্রসঙ্গত, আগামী শনিবার (১০ জুন) বিশ্বকাপ বাছাই ম্যাচে সান মারিনোকে আতিথ্য দেবে জার্মানি। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। ছয় দলের ‘সি’ গ্রুপে পাঁচ ম্যাচ শেষে শতভাগ জয়ে শীর্ষে জার্মানরা। এক ম্যাচেও জয় পায়নি সান মারিনো। সবকটিতেই হার।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ৭ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।